রোববারের আলাপন-পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে চীনা রাষ্ট্রদূতের বক্তব্য
2022-06-26 06:26:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু এনাম ও আকাশ।


বন্ধুরা, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি চি মিং চীন ও বাংলাদেশের সাংবাদিকদের সাথে কথা বলেছেন।


তিনি প্রথমে বাংলাদেশ সরকার ও জনগণকে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হওয়ার এ মহান অর্জনে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রদূত লি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু একটি দূর সপ্ন থেকে এখন বাস্তবতায় পরিণত হয়েছে। পদ্মা সেতু নির্মাণের এ গৌরব বাংলাদেশের জনগণের। 


রাষ্ট্রদূত লি জানান, প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশের কথা বলার সময় অনেক বার পদ্মা সেতুর কথা বলেছেন। এ সেতু চীনা শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ করেছে। তা হচ্ছে চীন ও বাংলাদেশের সহযোগিতার একটি মাইলফলক। 


তিনি বলেন, পদ্মা সেতু চালু হলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে। তা দক্ষিণ এশিয়ার আন্তঃযোগাযোগে অবদান রাখবে । চীন-বাংলাদেশ বন্ধুত্বের চিরকালের প্রতীকে পরিণত হবে এই সেতু।  


তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণে প্রায় ৮ বছর সময় লেগেছে। যদি অধ্যবসায় ও দৃঢ় প্রতিজ্ঞা না থাকতো, তাহলে তা বাস্তবায়ন করা অনেক কঠিন হতো। সেতুর নির্মাণ প্রক্রিয়াও একটি ঝুঁকিপূর্ণ যাত্রার মত। প্রকৌশলীরা এতে মোট ১৩টি নতুন প্রযুক্তি সৃষ্টি ও প্রয়োগ করেছেন। 


রাষ্ট্রদূত লি বলেন, পদ্মা সেতু সমৃদ্ধির প্রতীকে পরিণত হবে। আগে পদ্মা নদী অতিক্রম করতে কয়েক ঘন্টা সময় লাগতো। পদ্মা সেতু নির্মাণ হওয়ার পর এখন কেবল ১০ মিনিট সময় লাগবে। পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে অন্য অঞ্চলসমূহের সাথে সংযুক্ত করেছে। তা দেশব্যাপী মাল, শ্রম, অর্থ ও সেবার চলাচলকে বেগবান করবে। সেতুটি চালু হওয়ার পর বাংলাদেশের জিডিপি ১.৫ শতাংশ বৃদ্ধি পাবে এবং এ প্রকল্পটি বাংলাদেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যার জন্য কল্যাণ বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। 


তিনি আরো জানান, এ প্রকল্পের নির্মাণ শুরুর পর থেকে ৫০ হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সেতুটির আশেপাশের শহর ও গ্রাম আরো সমৃদ্ধ হয়েছে। পদ্মা সেতু শুধু নদীর দুপারের ভূমিকে সংযুক্ত করেছে- তা নয়, বরং চীন ও বাংলাদেশের জনগণের মনকেও যুক্ত করেছে।