‘চতুর্দশ ব্রিক্স শীর্ষসম্মেলন ফলপ্রসূ হয়েছে’
2022-06-26 19:25:18

জুন ২৬: সম্প্রতি আয়োজিত বিক্সের শীর্ষসম্মেলন ফলপ্রসূ হয়েছে। চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন শৌ ওয়েন সম্প্রতি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এবারের সম্মেলনে ডিজিটাল অর্থনীতি, সবুজ টেকসই উন্নয়ন, সরবরাহ চেইনসংশ্লিষ্ট সহযোগিতা, ও বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার নিয়ে ঐকমত্য হয়েছে।

ওয়াং ওয়েন শৌ বলেন, ই-কমার্স উন্নয়নের পাশাপাশি ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে বৈশিষ্ট্যময় পণ্যের ক্রয়-বিক্রয় অনেক বেড়েছে। রাশিয়ার চকোলেট, দক্ষিণ আফ্রিকার ওয়াইন, ভারতের মশলা, ও ব্রাজিলের বাদাম চীনে অনেক জনপ্রিয়।

তিনি আরও বলেন, ২০২১ সালে চীনের ব্রিক্সভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্যের পরিমাণ ছিল ৪৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ৪০ শতাংশ বেশি। চলতি বছরের মে মাস পর্যন্ত বাণিজ্যের পরিমাণ ছিল ২০.৫১ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৬ শতাংশ বেশি। বিক্সভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতার সুপ্তশক্তি ব্যাপক। (ছাই/আলিম/ওয়াং হাইমান)