বন্দুক সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট আইনে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট
2022-06-26 19:29:47

জুন ২৬: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল (শনিবার) বন্দুক সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট আইনে স্বাক্ষর করেছেন।

আইনে ১৮ থেকে ২১ বছর বয়সী বন্দুক-ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড চেক জোরদার করা ও কোনো অবৈধ বন্দুক ক্রয়কে  একটি ফেডারেল অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং বন্দুক-সহিংসতা প্রতিরোধে কর্মসূচি ও মানসিক স্বাস্থ্য চিকিত্সা কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে।  

মার্কিন গান ভায়োলেন্স আর্কাইভ (জিভিএ)-এর ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, চলতি বছর বন্দুক-সহিংসতায় ২১ হাজার আমেরিকানের প্রাণ গেছে। (ছাই/আলিম/স্বর্ণা)