চীনের সংস্কার কমিশনের ২৬তম সম্মেলনে সভাপতিত্ব করেন সি চিন পিং
2022-06-25 16:56:14

জুন ২৫: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট, ও দেশের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্প্রতি চীনের সংস্কার কমিশনের ২৬তম সম্মেলনে সভাপতিত্ব করেন।

সম্মেলনে ‘উপাত্তের মৌলিক ব্যবস্থা গড়ে তোলা ও উপাত্ত উত্পাদনের কাজ আরও ভালোভাবে করা বিষয়ে মতামত’, ‘প্রশাসনিক বিভাগগুলোর কাজ জোরদার ও উন্নয়নের প্রস্তাব’, ‘বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রতিভা মূল্যায়নে সংস্কারের পরিকল্পনা’ এবং ‘বড় পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর তত্ত্বাবধান ও আর্থিক প্রযুক্তির সুষ্ঠু উন্নয়ন পরিকল্পনা’ প্রকাশিত হয়।

সি চিন পিং সম্মেলনে বলেন, উপাত্তের মৌলিক ব্যবস্থা প্রতিষ্ঠা দেশের উন্নয়ন ও নিরাপত্তার জন্য জরুরি। জাতীয় উপাত্ত, ব্যক্তিগত তথ্য, ও বাণিজ্যিক গোপন তথ্যের নিরাপত্তা সুরক্ষা করতে হবে। উপাত্তের উত্পাদন, বিন্যাস, পরিবহন, ভোগ ও সামাজিক সেবার পরিচালনায় এর সংযুক্তি গুরুত্বপূর্ণ। (ছাই/আলিম/স্বর্ণা)