মার্কিন সুপ্রিম কোর্টে গর্ভপাতসংশ্লিষ্ট ‘রো বনাব ওয়েড’ মামলার রায় বাতিল
2022-06-25 16:53:52

জুন ২৫: মার্কিন সুপ্রিম কোর্ট গতকাল (শুক্রবার) প্রায় অর্ধেক শতাব্দী আগে দেওয়া গর্ভপাতের অধিকারসংশ্লিষ্ট মামলা ‘রো বনাম ওয়েড’-এর রায় বাতিল করেছে। 

রায়ে বলা হয়েছে, গর্ভপাতের অধিকার মার্কিন সংবিধানের অংশ নয় এবং যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো গর্ভপাতসংশ্লিষ্ট নিজস্ব আইন প্রণয়ন করতে পারবে।

১৯৭৩ সালে ‘রো বনাম ওয়েড’ মামলার রায়ে নারীদের গর্ভপাতের অধিকারকে সংবিধানের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেই থেকেই গর্ভপাতবিরোধীরা উক্ত রায় বাতিলের পক্ষে প্রচার-প্রচালণা চালাতে থাকে।

উল্লেখ্য, বর্তমানে মার্কিন সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতিদের সংখ্যা বেশি। (ছাই/আলিম/স্বর্ণা)