জুন ২৫: সম্প্রতি চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সংরক্ষণ গবেষণা ইনস্টিটিউট প্রথমবারের মতো লাসায় জেডিংগার্মো ক্লিফের পাথর-খোদাই প্রত্নতাত্ত্বিক আবিষ্কার সুরক্ষার সম্পূর্ণ প্রক্রিয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। প্রত্নতাত্ত্বিকদের অনুসন্ধান ও গবেষণা অনুসারে, পাথর-খোদাইয়ের এই নিদর্শনগুলো প্রাচীনতম বৌদ্ধ ক্লিফ পাথর-খোদাই এবং এগুলোর খোদাই-মান সর্বোচ্চ পর্যায়ের। লাসার উপত্যকায় পাওয়া বৃহত্তম ভাস্কর্যও এগুলো। (ইয়াং/আলিম/ছাই)