মার্কিন অর্থনীতি গুরুতর নিম্নমুখী ঝুঁকির সম্মুখীন: আইএমএফ
2022-06-25 18:27:05

জুন ২৫: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা গত ২৪শে জুন বলেছেন, মন্দা এড়ানোর পথ মার্কিন অর্থনীতির জন্য ক্রমশ সংকুচিত হচ্ছে এবং দেশটির অর্থনীতি চলতি বছর ও পরের বছর গুরুতর নিম্নমুখী ঝুঁকির সম্মুখীন হতে পারে।

তিনি অনলাইনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আইএমএফ চলতি বছর মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসকে এপ্রিলের ৩.৭ শতাংশ থেকে ২.৯ শতাংশে এবং ২০২৩ সালের জন্য পূর্বাভাসকে ২.৩ শতাংশ থেকে ১.৭ শতাংশে নামিয়ে এনেছে।

জর্জিয়েভা বলেন, কঠোর মার্কিন মুদ্রানীতি এবং মন্থর প্রবৃদ্ধির ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। আইএমএফ বিশেষ করে যুক্তরাষ্ট্রে আর্থিক অবস্থার কঠিনতা এবং উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর ডলারসম্পর্কিত মূল্যায়ন নিয়ে উদ্বিগ্ন। উচ্চ মুদ্রাস্ফীতি ও চাপযুক্ত সরবরাহ চেইনের প্রেক্ষাপটে, মার্কিন সরকারের উচিত ব্যবসায়িক অংশীদারদের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করা। (ইয়াং/আলিম/ছাই)