ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও মজবুত হবে: চীনা উপ-বাণিজ্যমন্ত্রী
2022-06-25 19:16:59


জুন ২৫: চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং সো ওয়েন গতকাল (শুক্রবার) বলেছেন, ব্রিক্সস নেতৃবৃন্দের ১৪তম শীর্ষসম্মেলন সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও মজবুত করবে। পাশাপাশি, ব্রিক্সস-ব্যবস্থা বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নকে করবে ত্বরান্বিত। 


চীনের রাজধানী বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ২৩শে জুন ‘ব্রিক্সস নেতৃবৃন্দের ১৪তম শীর্ষ সম্মেলনের বেইজিং ঘোষণা’ প্রকাশিত হয়। এতে দেশগুলোর মধ্যে বাণিজ্য খাতের সহযোগিতার অর্জনসমূহ তুলে ধরা হয়। ঘোষণাটি নতুন যুগে ব্রিক্সসভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার দিক্‌-নিদের্শনাস্বরূপ। 


চীনা উপ-বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ২০২১ সালে চীনের সাথে অন্যান্য ব্রিক্সসভুক্ত দেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৪৯০০০ কোটি ডলারের বেশি, যা আগের বছরের চেয়ে ৪০ শতাংশ বেশি। (আকাশ/আলিম/মুক্তা)