ঐক্যবদ্ধ, ভারসাম্যপূর্ণ ও জয়-জয় বৈশ্বিক অংশীদারিত্বের সম্পর্ক গড়ার আহ্বান চীনা প্রেসিডেন্টের
2022-06-25 16:27:41

জুন ২৪: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ঐক্যবদ্ধ, সমান, ভারসাম্যপূর্ণ, ও জয়-জয় বৈশ্বিক অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল (শুক্রবার) বেইজিং সময় সন্ধ্যায় ভিডিও-সংযোগের মাধ্যমে আয়োজিত ‘বিশ্ব উন্নয়নে উচ্চ পর্যায়ের সংলাপে’ এ আহ্বান জানান। 


সংলাপে ব্রিক্সভুক্ত দেশসমূহের নেতৃবৃন্দ এবং অন্যান্য উন্নয়নশীল দেশের নেতারা অংশগ্রহণ করেন। সংলাপের মূল প্রতিপাদ্য ছিল: ‘নতুন যুগে বৈশ্বিক উন্নয়নের জন্য অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলা এবং যৌথভাবে ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়ন”। অংশগ্রহণকারী নেতৃবৃন্দ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক উন্নয়ন-সহযোগিতাসহ নানান বিষয়ে মত বিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছান। 


সংলাপে সভাপতির ভাষণে সি চিন পিং বলেন, উন্নয়ন হচ্ছে মানবসমাজের স্থায়ী ইস্যু। শুধু অব্যাহত উন্নয়নের মাধ্যমে জনগণের সুখী ও শান্তিপূর্ণ জীবন এবং সামাজিক স্থিতিশীলতার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। 


সি চিন পিং জোর দিয়ে বলেন, বর্তমান যুগে চ্যালেঞ্জ যেমন আছে, তেমনি সম্ভাবনাও আছে। আমাদের উচিত বৈশ্বিক উন্নয়নের ব্যাপারে আশাবাদী হওয়া এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া। 


এসময় তিনি উন্নয়নের জন্য আন্তর্জাতিক পর্যায়ে মতৈক্য ও সুপরিবেশ সৃষ্টি, নতুন প্রাণশক্তির যোগান দেওয়া, ও বৈশ্বিক উন্নয়ন-অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চীন বরাবরই উন্নয়নশীল দেশসমূহের বড় পরিবারের একজন সদস্য এবং জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’-এ দৃঢ় সমর্থক। 


সংলাপে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দ চীনের উত্থাপিত ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’ ও ‘বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ’-এর প্রতি সমর্থন প্রকাশ করেন এবং এসব উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা একমত হন যে, উন্নয়ন হচ্ছে নিরাপত্তার ভিত্তি এবং নিরাপত্তা হচ্ছে উন্নয়নের ভিত্তি। (আকাশ/আলিম/মুক্তা)