অভিবাসীদের মানবাধিকার রক্ষায় ব্যর্থতার অভিযোগ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে
2022-06-25 16:57:41

জুন ২৫: গতকাল (শুক্রবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫০তম সম্মেলনে চীনা প্রতিনিধি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিবাসীদের মানবাধিকার রক্ষায় ব্যর্থতার অভিযোগ উত্থাপন করেন।

চীনা প্রতিনিধি বলেন, ২০২০ সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্র কোভিড-১৯ মহামারীসৃষ্ট জরুরি স্বাস্থ্য-সংকটের অজুহাতে ১২ লক্ষাধিক অভিবাসীকে গণনির্বাসনে পাঠায়, যা চীনকে উদ্বিগ্ন করে। যুক্তরাষ্ট্র অসংখ্য অভিবাসীকে তথাকথিত অভিবাসন-কেন্দ্রে আটক রাখে এবং সেখানে অভিবাসীরা নির্যাতন, সহিংসতা ও অমানবিক আচরণের শিকার হয়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র জোরপূর্বক অভিবাসী শিশুদের তাদের পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন করে। এ ছাড়া, নেদারল্যান্ডস, জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশ কর্তৃক অভিবাসী-অধিকার লঙ্ঘনের বিষয়েও চীন গভীরভাবে উদ্বিগ্ন। এ দেশগুলো অভিবাসীদের বিরুদ্ধে সহিংসতাকে উস্কে দিয়েছে।

এসময় চীনা প্রতিনিধি মানবাধিকার পরিষদ, মানবাধিকার উচ্চ পর্যায়ের বিশেষ কার্যলয়, ও বিশেষ প্রতিবেদককে এসব সমস্যার ওপর আরও মনোযোগ দেওয়ার অনুরোধ  জানান এবং সংশ্লিষ্ট দেশগুলোকে দ্রুত অভিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের তত্পরতা বন্ধের দাবি জানান। (ছাই/আলিম/স্বর্ণা)