ইউক্রেনে পৌঁছেছে মার্কিন রকেট লঞ্চার সিস্টেম
2022-06-24 10:14:33

জুন ২৪: ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, মার্কিন সহায়তার উচ্চ গতিশীল রকেট লঞ্চার সিস্টেম ইউক্রেনে পৌঁছেছে। তবে, রকেট লঞ্চারের সংখ্যা ও গোলাবারুদের পরিমাণের কথা জানাননি তিনি। ইউক্রেনকে দেয়া ৭০ কোটি ডলার মূল্যের নতুন দফা সামরিক সহায়তার একটি অংশ এটি।

 

অন্যদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল বলেছেন, যুক্তরাষ্ট্রের ইউক্রেন দূতাবাসের প্রকাশ্যে ভাড়াটে সৈন্য নিয়োগের বিরোধিতা করে মস্কো।

 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের আচরণের অনুমতি দেয়ার মানে ইউক্রেন সংকট সমাধানে মার্কিন কোন আগ্রহ নেই। আসলে সংর্ঘষকে উত্সাহিত করে কৌশলগতভাবে রাশিয়াকে দমন করতে চায় যুক্তরাষ্ট্র। (শিশির/এনাম/রুবি)