ব্রিক্সের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে: সিএমজি সম্পাদকীয়
2022-06-24 20:06:34

জুন ২৪: গতকাল (বৃহস্পতিবার) রাতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভিডিও সংযোগের মাধ্যমে ব্রিক্সভুক্ত দেশসমূহের নেতৃবৃন্দের ১৪তম বৈঠকে সভাপতিত্ব করেন এবং ভাষণ দেন। ব্রিক্সভুক্ত দেশসমূহের প্রতি ঐক্যবদ্ধ হয়ে শক্তি সংযুক্ত করা এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ব্রিক্সের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছে সিএমজি সম্পাদকীয়।

সম্পাদকীয়তে বলা হয়, পাঁচ বছর পর চীন ব্রিক্স বৈঠকের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলো। বৈঠকে সি চিন পিং চারটি প্রস্তাব দেন। তিনি ব্রিক্সভুক্ত দেশসমূহের সহযোগিতার নতুন যাত্রায় দিক-নির্দেশনা দেন।

 

বলা যায়, এ চারটি প্রস্তাবের সঙ্গে আগের দিনে ব্রিকস দেশসমূহের শিল্প ও বাণিজ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণের মিল আছে। এতে নিরাপত্তা ও উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। এসব প্রস্তাব শুধু ব্রিক্স দেশসমূহের মধ্যে সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের শান্তি ও উন্নয়ন বেগবানে ‘ব্রিক্স পরিকল্পনাও’ প্রদান করেছে।  

এবারের বৈঠকে গৃহীত ‘বেইজিং ঘোষণায়’ বলা হয়, আমরা রাশিয়া ও ইউক্রেনের আলোচনাকে সমর্থন দেই, যাতে বিশ্বের কাছে নবোদিত উন্নয়নশীল দেশগুলোর শান্তি রক্ষার দাবি প্রকাশ পায়।

 

তা ছাড়া, আগামী বছর থেকে চীন ব্রিক্স দেশসমূহের মধ্যে সরবরাহ চেইনের সহযোগিতা জোরদারের প্রস্তাবসহ আরো অনেক কৌশল উত্থাপন করা হয়েছে। চীন আলোচনার মাধ্যমে ব্রিক্সভুক্ত দেশসমূহের সংখ্যা বাড়ানোর প্রক্রিয়ায় সমর্থন করে বলে ‘বেইজিং ঘোষণায়’ উল্লেখ করা হয়।

লিলি/তৌহিদ/শুয়ে