ভিয়েনায় পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে চায় ইরান
2022-06-24 10:17:10

জুন ২৪: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গতকাল (বৃহস্পতিবার) সেদেশে সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন।

 

বৈঠক শেষে অনুষ্ঠিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে আবদুল্লাহিয়ান বলেছেন, সংশ্লিষ্ট পক্ষসমূহকে আলোচনায় ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালাচ্ছে নানা পক্ষ। এক্ষেত্রে ইরানও ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়কারীর সাথে যোগাযোগ রাখছে।

 

তিনি বলেন, ইরান আশা করে, যুক্তরাষ্ট্র বাস্তববাদী হতে পারবে। ইরানের পরমাণু সার্বিক চুক্তি সংশ্লিষ্ট পক্ষের আলোচনা অদূর ভবিষ্যতে ভিয়েনায় অনুষ্ঠিত হবে বলেও প্রত্যাশা প্রকাশ করেন তিনি।

 

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে এসেছে। তারা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে। আলোচনায় ইরানের অবস্থানকে সমর্থন করে রাশিয়া।

 

অন্যদিকে, লাভরভের সাথে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, যুক্তরাষ্ট্রের অবরোধ ব্যবস্থা ও অর্থনৈতিক একতরাফাবাদের মোকাবিলায় সবচেয়ে কার্যকর পদ্ধতি হবে সহযোগিতা ও সমন্বয় জোরদার করা। (শিশির/এনাম/রুবি)