চীন এবং ‘এক অঞ্চল, এক পথ’ সংশ্লিষ্ট দেশের পেটেন্ট অবস্থা জোরদার হয়েছে
2022-06-24 18:08:35

জুন ২৪: চীনের রাষ্ট্রীয় মেধাস্বত্ব ব্যুরো সম্প্রতি ২০২১ সালে চীন এবং ‘এক অঞ্চল, এক পথ’ সংশ্লিষ্ট দেশের পেটেন্ট রিপোর্ট প্রকাশ করেছে।

রিপোর্ট থেকে জানা গেছে, চীন এবং ‘এক অঞ্চল, এক পথ’ সংশ্লিষ্ট দেশের মেধাস্বত্বের অবস্থা উন্নত ও জোরদার হয়েছে।

২০২১ সালে চীনা শিল্প প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট দেশে পেটেন্ট আবেদনের সংখ্যা এবং অনুমোদনের পরিমাণ যথাক্রমে ২৯.৪ শতাংশ এবং ১৫.৩ শতাংশ  বেড়েছে। সংশ্লিষ্ট দেশগুলো থেকে চীনে পেটেন্টের আবেদন করা এবং অনুমোদন পাওয়ার সংখ্যা যথাক্রমে ৭.৭ শতাংশ এবং ১৮.১ শতাংশ বেড়েছে।

এর মধ্যে ‘আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারি সম্পর্ক চুক্তি’ বা আরসিইপির সদস্য দেশগুলো হল চীনা প্রতিষ্ঠানের ‘এক অঞ্চল, এক পথ’ পেটেন্ট কাঠামোর আওতাভুক্ত প্রধান দেশ। ২০২১ সালে সংশ্লিষ্ট দেশে চীনা প্রতিষ্ঠানের পেটেন্ট আবেদনের মধ্যে আরসিইপি সদস্য দেশে চীনা প্রতিষ্ঠানের আবেদনের হার ছিল ৮৫.১ শতাংশ। যা আগের বছরের চেয়ে ২৩ শতাংশ বেড়েছে। সংশ্লিষ্ট দেশে চীনা প্রতিষ্ঠান যে পেটেন্ট আবেদন করেছে, আরসিইপি সদস্য দেশে অনুমোদন পাওয়ার হার ৬৭ শতাংশ, যা আগের বছরের চেয়ে ২৪.৮ শতাংশ বেশি।

২০২১ সালে সংশ্লিষ্ট দেশে চীনা প্রতিষ্ঠান যে পেটেন্ট আবেদন করেছে, তার মধ্যে ডিজিটাল টেলিযোগাযোগ খাতের আবেদন সবচেয়ে বেশি।

রিপোর্টে আশা করা হয়, পরবর্তীতে, রাষ্ট্রীয় মেধাস্বত্ব ব্যুরো ‘এক অঞ্চল, এক পথ’ মেধাস্বত্ব সহযোগিতা সম্প্রসারণ করবে, আরো গভীরভাবে বিশ্বের মেধাস্বত্ব পরিচালনায় যোগ দেবে এবং মেধাস্বত্ব সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা আরো বাড়াবে। পাশাপাশি, বিভিন্ন পক্ষ যৌথভাবে মেধাস্বত্ব রক্ষার ব্যবস্থা মজবুত করবে এবং তথ্য ও জ্ঞান সম্প্রচার ও ব্যবহার আরো জোরদার করবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)