স্বরলিপির দাসত্ব নয়, মান্য করেই রবীন্দ্রনাথের গানকে সবার কাছে পৌঁছে দিতে চাই: অভিজিৎ মজুমদার
2022-06-24 18:28:02

আপন আলোয়-৭৪

স্বরলিপির দাসত্ব নয়, মান্য করেই রবীন্দ্রনাথের গানকে সবার কাছে পৌঁছে দিতে চাই: অভিজিৎ মজুমদার

 

                                           

ছবি: শিল্পী অভিজিৎ মজুমদার।

রবীন্দ্রনাথের গানের বিষয়ে একদল খুব ভয় পান স্বরলিপির কাঠিন্যকে। আরেকদল গান নিয়ে যা খুশি তাই করেন।

আমার ইচ্ছে রবীন্দ্রনাথের গান আসলে যেভাবে গাওয়া উচিত, যেভাবে প্রচারিত হওয়া উচিত সেভাবে আমি- বাংলাদেশ বলুন, কলকাতা বলুন, বিশ্বের সর্বত্র- করতে চাই। এ ক্ষেত্রে আমি স্বরলিপিকে মান্য করে, কিন্তু স্বরলিপির দাসত্ব না করে গানের ভাবটাকে, গানের আসল বক্তব্যকে, রবীন্দ্রনাথ কীভাবে গানটাকে ভাবতেন, সে ভাবনাটাকে আমি সবার কাছে পৌঁছে দিতে চাই।

ছবি: বাংলাদেশের শিল্পী সুকান্ত চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে গান করেন পশ্চিমবঙ্গের শিল্পী অভিজিৎ মজুমদার

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রবীন্দ্রসংগীত নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরলেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও গবেষক; বিশ্বভারতীর পিএইচ ডি স্কলার অভিজিৎ মজুমদার।

জানালেন বাংলাদেশের সংগীতশিল্পী ও গবেষক সুকান্ত চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে ঠাকুর বাড়ীর গান নিয়ে গবেষণা ও জুটি বেঁধে গান পরিবেশনের কথা।

 

অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।