আন্তর্জাতিক সমাজের প্রতি আফগানিস্তানকে আরো সমর্থন ও সাহায্য দেয়ার আহ্বান চীনের
2022-06-24 10:24:35

জুন ২৪: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি জাং চুন নিরাপত্তা পরিষদের আফগান-বিষয়ক এক মুক্ত অধিবেশনে ভাষণ দেয়ার সময় আন্তর্জাতিক সমাজের প্রতি দেশটিকে আরো বেশি সমর্থন ও সাহায্য দেয়ার আহ্বান জানান।


তিনি বলেন, বর্তমানে দেশটির বিশৃঙ্খলা থেকে সুশাসনের দিকে যাবার গুরুত্বপূর্ণ সময়। গত বছরের অগাস্ট থেকে দেশটির পরিস্থিতি সাধারণত স্থিতিশীল রয়েছে এবং সশস্ত্র সংঘর্ষ স্পষ্টভাবে কমেছে। কিন্তু মানবিক ও অর্থনৈতিক ক্ষেত্রে খুবই কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন রয়েছে। দেশটিকে তার শান্তি ও উন্নয়ন বাস্তবায়নে অনেক দূর যেতে হবে।


তিনি আরো বলেন, চীন আফগানিস্তানের ভাল প্রতিবেশী এবং সবসময় দেশটির শান্তি ও স্থিতিশীল উন্নয়নে সমর্থন দিচ্ছে। গত শীত্কাল থেকে চীন সরকার দেশটির জন্য ২৫ কোটি ইউয়ান জরুরি সাহায্য দিয়েছে এবং অব্যাহতভাবে ঘোষিত ১শ’ কোটি ইউয়ান দ্বিপাক্ষিক সাহায্য কার্যকর করতে থাকবে। চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে দেশটির আরো উজ্জ্বল ভবিষ্যতের জন্য নতুন অবদান রাখতে ইচ্ছুক।


(প্রেমা/এনাম/রুবি)