চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য
২০ বছরে প্রথমবারের মতো অনলাইনে সাংহাই ফ্যাশন উইক
ছবি: সাংহাই ফ্যাশন উইকে ক্যাটওয়াক করছেন মডেলরা
সাংহাই ফ্যাশন উইক। জশ, খ্যাতি আর গ্ল্যামারের এক অপূর্ব সংমিশ্রণ। বিশ্বের নামিদামি সব ব্র্যান্ড আর বিশ্বসেরা মডেলদের আগমনে যেন এক মহাসম্মেলনে পরিণত হয় এ ফ্যাশন উইক। তাইতো বছরজুড়েই এই ফ্যাশন শো'র জন্য সাগ্রহে অপেক্ষা করেনু ফ্যাশনপ্রেমীরা।
চীনের ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে হালের আধুনিক পোশাকের এক দারুণ উপস্থাপনা দেখা যায় এই ফ্যাশন উইকে। ক্যাটওয়াকের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের ডিজাইন করা দারুণ সব পোশাক উপস্থাপন করেন মডেলরা।
প্রতিবছর অত্যান্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় এই ফ্যাশন শো’র। তবে সাংহাইতে করোনার সংক্রমণ পরিস্থিতির কারণ গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো অনলাইনে অনুষ্ঠিত হয় এই ফ্যাশন উইক।
সাংহাইতে করোনার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হলেও কিছুদিন আগেও লকডাউনে ছিলো চীনের ব্যস্ততম এই শহর। লকডাউনের মধ্যে ফ্যাশন উইকের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো। লকডাউন তুলে নেওয়া হলে স্বল্প প্রস্তুতিতেই অনলাইনে এবারের ফ্যাশন উইক আয়োজনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
তবে অনলাইনে অনুষ্ঠিত হলেও ফোনের মাধ্যমে সবার কাছে যাওয়ার সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো। ইতিবাচক ফলাফলও পেয়েছেন তারা। অনলাইনেও দারুণ হিট সাংহাই ফ্যাশন উইক। ৩ দিনব্যাপী এই উৎসবে অংশ নেয় বিশ্বের জনপ্রিয় ৪০টি ব্র্যান্ড।
প্রতিবেদন: তানজিদ বসুনিয়া