বিদেশে অ-আর্থিক খাতে চীনের সরাসরি বিনিয়োগ বৃদ্ধি ২.৩ শতাংশ
2022-06-24 10:07:17

জুন ২৩: চলতি বছরের প্রথম ৫ মাসে আর্থিক খাতের বাইরে বিদেশে সরাসরি  চীনের বিনিয়োগ পরিমাণ ছিল ২৮৭.৬০ বিলিয়ন ইউয়ান। তা গত বছরের একই সময়ের তুলনায় ২.৩ শতাংশ বেশি।

 

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সু ইয়ু থিং গতকাল (বৃহস্পতিবার) অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাইকারি ও খুচরা খাতে বিনিয়োগের পরিমাণ ছিল ৮.৮০ বিলিয়ন মার্কিন ডলার। তা গত বছরের একই সময়ের তুলনায় ২০.৮ শতাংশ বেশি। গৃহনির্মাণ শিল্প, বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিগত পরিষেবাসহ নানা ক্ষেত্রেও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রে ‘এক অঞ্চল এক পথ’ সংশ্লিষ্ট দেশে চীনের সরাসরি বিনিয়োগের পরিমাণ ছিল ৮.১৯ বিলিয়ন ডলার। তা গত বছরের একই সময়ের তুলনায় ১০.২ শতাংশ বেশি। (শিশির/এনাম/রুবি)