যুক্তরাষ্ট্রের সঙ্গে এসপিপি বাতিলের নেপালি সিদ্ধান্তের প্রশংসায় চীন
2022-06-23 17:37:17

জুন ২৩: যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘স্টেট পার্টনারশিপ প্রোগ্রাম’ (এসপিপি) বাতিলে নেপালের মন্ত্রিসভার এক সিদ্ধান্ত প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে  কথা বলেছেন।

তিন বলেন, নেপালের বন্ধুত্বপূর্ণ সুপ্রতিবেশী দেশ ও কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে নেপালি সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করে চীন ।

তিনি বলেন, চীন সংশ্লিষ্ট খবরা-খবর খেয়াল করেছে। নেপালের বিভিন্ন পার্টি, সম্প্রদায়, সরকারি বাহিনী এবং সমাজের বিভিন্ন মহল মনে করে, এই প্রোগ্রামের স্পষ্ট সামরিক নিরাপত্তার বৈশিষ্ট্য আছে, যা ইন্দো-প্যাসিফিক কৌশলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। এই প্রোগ্রামে যোগদান নেপালের জাতীয় স্বার্থ এবং দেশের দীর্ঘস্থায়ী জোটনিরপেক্ষতা ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই নেপালের মন্ত্রিসভা এই প্রোগ্রামকে এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চীন নেপালি সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। চীন নেপালের সঙ্গে যৌথভাবে আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি রক্ষা করতে ইচ্ছুক বলে মুখপাত্র উল্লেখ করেন।

 

লিলি/এনাম/শুয়ে