ব্রিক্সের উচিত বিশ্বকে সক্রিয় ও গঠনমূলক শক্তি যোগানো: সি চিন পিং
2022-06-23 20:23:19

জুন ২৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) বেইজিং থেকে অনলাইনে ব্রিক্স শীর্ষসম্মেলনে সভাপতিত্ব করার সময় বলেন, ব্রিক্স দেশগুলোর উচিত বিশ্বের জন্য সক্রিয়, স্থিতিশীল ও গঠনমূলক শক্তি যোগানো।

তিনি বলেন, প্রথমত, ব্রিক্সের উচিত ন্যায্যতায় কন্ঠ দেয়া, সত্যিকারের বহুপক্ষবাদ বাস্তবায়ন ত্বরান্বিত করা, আন্তর্জাতিক শৃঙ্খখলা রক্ষা করা, এবং একতরফা শাস্তির বিরোধিতা করা।

 

দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহামারি প্রতিরোধ সহযোগিতা জোরদার করা, এবং যৌথভাবে মানবজাতির স্বাস্থ্য রক্ষা করা।

তৃতীয়ত, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা, সবুজ ও স্বাস্থ্যকর বিশ্ব উন্নয়ন বাস্তবায়ন করা।

চতুর্থত, অর্থনীতির পুনরুদ্ধারে চেষ্টা করা, এবং আরো সহনশীল প্রবৃদ্ধি বাস্তবায়ন করা।

(শুয়েই/এনাম)