ঐক্যবদ্ধ হলে ব্রিক্স সহযোগিতা আরো ফলপ্রসূ হবে: সিএমজি সম্পাদকীয়
2022-06-23 20:11:38

জুন ২৩: গতকাল (বুধবার) সন্ধ্যায় আয়োজিত ব্রিক্স শিল্প-বাণিজ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গুরুত্বপূর্ণ এক ভাষণ দিয়েছেন।

 

তিনি বলেছেন, ‘আমাদের উচিত যৌথভাবে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা, আমাদের উচিত যৌথভাবে সহযোগিতা করা, উন্মুক্তকরণ ও সহনশীলতা বাস্তবায়ন করা। তাঁর প্রস্তাবে শান্তিরক্ষা এবং উন্নয়ন ত্বরান্বিত করায় চীনের সদিচ্ছা প্রকাশ পেয়েছে।

 

উন্নয়ন হল শান্তির নিশ্চয়তা। তা হল বিভিন্ন সমস্যা সমাধান করা এবং জনগণের সুখ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বিষয়। তবে যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশ এর বিপরীতে চলছে।

 

যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে চরম নিষেধাজ্ঞা আরোপ করেছে, আন্তর্জাতিক জ্বালানী ও খাদ্য বাজারে প্রভাব ফেলছে, আবার যুক্তরাষ্ট্র সিনচিয়াংয়ের সবপণ্য আমদানি নিষিদ্ধ করেছে। এমন আচরণ বিশ্বের শিল্প চেইন এবং সরবরাহ চেইনকে নষ্ট করছে। যা বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে আরো বেশি বাধা সৃষ্টি করছে।

 

এমন প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর উত্থাপিত বিশ্ব উন্নয়ন প্রস্তাব যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা প্রয়োজন। সারা বিশ্ব কোন দিকে যাচ্ছে? চীন ইতোমধ্যে নিজের উত্তর দিয়েছে। পরবর্তীতে, সবাই ঐক্যবদ্ধ হলে ব্রিক্স সহযোগিতা আরো ফলপ্রসূ হবে এবং বিশ্বের শান্তি ও উন্নয়ন সম্ভব হবে।

 

(শুয়েই/এনাম/লিলি)