যুক্তরাষ্ট্রের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে চীন উদ্বিগ্ন
2022-06-23 14:45:22

জুন ২৩: গতকাল (বুধবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫০তম অধিবেশনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদকের সঙ্গে সংলাপে বক্তব্য দেন চীনের প্রতিনিধি। তিনি যুক্তরাষ্ট্রের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য উদ্বেগ প্রকাশ করেন।

 

চীনা প্রতিনিধি বলেন, মার্কিন পুলিশের সহিংস আইন প্রয়োগের ফলে মানুষ মারা যাচ্ছে। এমন ঘটনা বার বার ঘটেছে। খবর অনুযায়ী, পুলিশের বর্বরতায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর এক বছর পর আরও শতাধিক সংখ্যালঘু মানুষ মার্কিন আইন প্রয়োগকারীদের হাতে নিহত হয়েছে। মার্কিন সেনারা দেশের বাইরে সামরিক কার্যক্রমে ইচ্ছামত নিরীহ মানুষ হত্যা করে। মানবাধিকার পরিষদ ও বিচারবহির্ভূত মৃত্যুদণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদককে এ দুটি ব্যাপারে দৃষ্টি রাখার আহ্বান জানায় চীন। সংশ্লিষ্ট ঘটনাগুলোর সার্বিক ও ন্যায্য তদন্ত করা এবং ঘটনার দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানায় চীন।

(শিশির/তৌহিদ/রুবি)