রেন সু সি
2022-06-23 10:10:00

 

আজকের অনুষ্ঠানে চীনের একজন গায়িকা ও অভিনেত্রীর সঙ্গে সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম রেন সু সি। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তাদের কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন রেন সু সির জনপ্রিয় একটি গান ‘প্রিয় ছেলে’।গান ১

 

রেন সু সি ১৯৮৮ সালে চীনের শানতোং প্রদেশের লাইচৌ শহরে জন্মগ্রহণ করেছেন। তার বাবা চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘আরহু’র যন্ত্রবাদক। বাবার প্রভাবে রেন সু সি ছোট থেকে সংগীতের প্রতি অনেক আগ্রহী হন এবং তখন পিয়ানো বাজানো শিখেন। তবে মাধ্যমিক স্কুলে পড়ার সময় তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। যা রেন সু সিকে ভীষণ আঘাত করেছে। এ থেকে তিনি বুঝতে পেরেছেন যে- মানুষের জীবন ছোট, যা করতে চাও তাই দ্রুত করো। তাই মাধ্যমিক স্কুল শেষে রেন সু সি চীনা কেন্দ্রীয় নাট্য একাডেমিতে ভর্তি হয়ে নাটক শিখেন। শুরুতে তিনি শুধু পরিচালক হতে চাইতেন। একবার তিনি বন্ধুকে সাহায্য করার জন্য নাটকে অভিনয় করেন। তখন থেকেই তিনি অভিনয় করা পছন্দ করেছেন এবং অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।গান ২

 

২০০৮ সালে রেন সু সি একটি চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন। তিনি একজন অভিনেত্রী হিসেবে সবার সামনে হাজির হন। তার অভিনীত চলচ্চিত্র ও নাটক সবার প্রশংসা কুড়ায়। ২০১১ সালে তিনি হংকং নাটক ফেস্টিভালের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। ২০১২ সালে রেন সু সি নাটক ‘লিউ ত্য শুয়েইতে’ অভিনয় করেন এবং নাটকের জন্য গান ‘আমি তোমাকে চাই’ গেয়েছেন। অপ্রত্যাশিতভাবে গানটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং সেই বছর অনেক সংগীত পুরস্কার পায়। ফলে ফেন সু সি গায়িকা হিসেবে সবার কাছে পরিচিত হন। বন্ধুরা, এখন শুনুন রেন সু সির এই বেশ জনপ্রিয় গান ‘আমি তোমাকে চাই’।গান ৩

 

রেন সু সি ব্যক্তিগত অ্যালবাম প্রকাশ করেন নি, তবে অনেক নাটক, চলচ্চিত্র ও টিভি নাটকের জন্য গান গেয়েছেন।  তার কণ্ঠ অনেক সুন্দর ও আবেগপূর্ণ। মানুষ বলে তার গান নাটকের মত, তিনি যখন গান গান- তা যেন গান নয় বরং একটি গল্প! তাই তার প্রতিটি গান সেই নাটক বা চলচ্চিত্রের মধ্যে বেশ জনপ্রিয়। বন্ধুরা, এখন শুনুন রেন সু সি চলচ্চিত্র ‘অজানা মানুষ’-এর জন্য গাওয়া গান ‘একটু অপেক্ষা করুন’।গান ৪

 

বন্ধুরা, পরের গানে শুনবো রেন সু সি চলচ্চিত্র ‘মানুষ খোঁজা’-এর জন্য গাওয়া একটি গান; গানের নাম ‘ওয়াং চাও চুন’। ওয়াং চাও চুন ছিলেন বিখ্যাত সুন্দরী। তিনি চীনের সীমান্ত অঞ্চলে শান্তি রক্ষায় বিশাল অবদান রেখেছেন। এই সুন্দরীর গল্প চীনা মানুষের কাছে দারুণ পরিচিত। তবে, সাধারণ মেয়েদের জীবন কম মানুষই জানে। এই গানে রেন সু সি একটি সাধারণ মেয়ের গল্প তুলে ধরেছেন, প্রতিটি সাধারণ মেয়ে এতে নিজের ছায়া আবিষ্কার করে এবং মুগ্ধ হয়।  বন্ধুরা, এখন রেন সু সি’র গান ‘ওয়াং চাও চুন’ শুনুন।গান ৫

 

২০১৯ সালে রেন সু সি চলচ্চিত্র ‘অর্ধ কমেডি’র জন্য চীনের ‘হুয়া তিং’ অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। পরের বছর তিনি চলচ্চিত্র ‘আমি ও আমার জন্মভূমির’ জন্য আবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও তার গানগুলো সংগীত মহলের উচ্চ প্রশংসা পায়। বন্ধুরা, এখন আমরা শুনবো রেন সু সি’র গাওয়া গান ‘ছোটবেলা’। বন্ধুরা চলুন, গানটি শুনি।

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা হেই পাও ব্যান্ডের আরেকটি সুন্দর গান ‘বিদায়, যৌবন’ শুনবো, আশা করি- আপনারা তাদের গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।