যথাশীঘ্রই মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ওপর অস্ত্র অবরোধ বাতিল করার প্রত্যাশা করে চীন
2022-06-23 13:32:03

জুন ২৩: গতকাল (বুধবার) জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই বিং নিরাপত্তা পরিষদে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ইস্যুতে পর্যালোচনা করেন। তিনি দেশটির অস্ত্র অবরোধের বিষয়ে পুনরায় চীনের অবস্থান ঘোষণা করেন।

তিনি বলেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে অস্ত্র অবরোধের কারণে দেশের নিরাপত্তা খাতে বিরাট প্রভাব উল্লেখ করেন। নিরাপত্তা পরিষদে দেশটির আবেদনের প্রেক্ষিতে চীন দ্রুত অবরোধ প্রত্যাহার প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশটির রাজনৈতিক নিরাপত্তা পরিস্থিতি ভাল হচ্ছে। বিভিন্ন পক্ষের উচিত সংলাপের পদ্ধতি অবলম্বন করা, শান্তিকে উন্নয়নের মূল লক্ষ্যে পরিণত করা। কিছু দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে শিগগিরি দেশটির আর্থিক সহায়তা পুনরুদ্ধার করে, পর্যাপ্ত মানবিক সহযোগিতা নিশ্চিত করার মাধ্যমে সংকট প্রশমন করা।

(প্রেমা/তৌহিদ/রুবি)