‘তোমার জন্য শুভকামনা’
2022-06-22 19:36:21

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী হুয়াং জিং মেই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

হুয়াং জিং মেই, চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। তাঁর প্রতিনিধিত্ব গানের মধ্যে রয়েছে ‘আর তোমাকে বিরক্ত করবো না’। ২০১৯ সালের ২০ জুন তাঁর গান ‘আমাকে ছাড়া তুমি কি ভালো আছো?’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন হুয়াং জিং মেই-এর কণ্ঠে ‘বহু বছর পর’ গানটি। গানের কথায় বলা হয়, মাঝে মাঝে দুঃখ লাগে, মানুষের জীবন কিসের জন্য। হয়তো কেউ সত্যি তোমাকে বোঝে না। কেন বড় হওয়ার পর আর আনন্দ লাগে না। বহু বছর পর কে আমার কথা মনে রাখবে। সেই গান গুলো, সেই কথাগুলো, বহু বছর পর আমি কোথায় থাকবো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হুয়াং জিং মেই-এর গান ‘তোমার জন্য শুভকামনা’। গানের কথায় বলা হয়, আশা করি শীতকাল হলেও তোমার ঠান্ডা লাগবে না। আশা করি, বৃষ্টির দিনে তোমার ছাতা থাকবে। আশা করি, তোমার স্বপ্ন শান্তিপূর্ণ। আশা করি, তোমার কোনো বিরক্তিকর ঝামেলা থাকবে না। আশা করি, বাকি জীবনে প্রিয় মানুষ তোমার সঙ্গে থাকবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন হুয়াং জিং মেই-এর গান ‘কি করবো’। গানের কথায় বলা হয়, কি করবো, কিভাবে সময় কাটবো, এই গভীর রাতে একাকী লাগবে না। কিভাবে জীবনযাপন করি, তোমার ভালোবাসা থেকে মুক্তি পাই। কীভাবে তোমায় ভুলে যেতে যাই। তোমাকে এত গভীরভাবে ভালোবাসলেও কোনো ফল নেই। তুমি আমাকে ভালোবাসার কথা বলেছো, তুমি আমার সঙ্গে থাকার কথা বলেছো, কেন আমাকে ছেড়ে চলে গেছো।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হুয়াং জিং মেই-এর গান ‘আগের এবং বর্তমানের ভালোবাসা’। গানের কথায় বলা হয়, নতুন প্রেম দিয়ে কি আগের ভালোবাসা থেকে মুক্তি পেতে পারি? এই বিশ্বে এত ক্ষত, আসলে কে ভালোভাবে তা বুঝতে পারে। মানুষের ভিড়ে আমি তাকে হারিয়েছি, এই বিশ্বে, তুমি কোথায়।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনেত শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো হুয়াং জিং মেই-এর আরেকটি গান, গানের নাম ‘অগ্নি ও বরফ’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হুয়াং জিং মেই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)