‘ঔপনিবেশিকতবাদের রেখে যাওয়া সমস্যা এবং মানবাধিকারের ওপর এর নেতিবাচক প্রভাব’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত
2022-06-22 11:15:01

জুন ২২: জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫০তম অধিবেশন চলাকালে সংস্থাটির জেনেভা কার্যালয়ে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধিদল “ঔপনিবেশিকতবাদের রেখে যাওয়া সমস্যা এবং মানবাধিকারের ওপর এর নেতিবাচক প্রভাব” শীর্ষক এক ভিডিও সম্মেলনের আয়োজন করেছে। 


তাতে ৩০টিরও বেশি দেশের স্থায়ী প্রতিনিধিদলের কর্মকর্তা, জাতিসংঘের উপনিবেশবাদের উপর বিশেষ কমিটি, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের প্রতিনিধি, মানবাধিকার পরিষদের বিশেষ ব্যবস্থার বিশেষজ্ঞ, বেসরকারী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকসহ প্রায় ৬০ জন অংশ নেন।


চীনের স্থায়ী প্রতিনিধি ছেন স্যুই বলেন, ঔপনিবেশিকতবাদ বিশ্বের জন্য গভীর দুর্যোগ ডেকে এনেছে। তার কিছু সমস্যা এখনও রয়ে গেছে, যা বিভিন্ন দেশ বিশেষ করে উন্নয়নশীল দেশের জনগণের মানবাধিকারের ওপর গুরুতর প্রভাব ফেলছে। বিভিন্ন পক্ষের উচিত এসব সমস্যা সমাধান করে মানবাধিকারের ওপর নেতিবাচক প্রভাব নির্মূল করে আন্তর্জাতিক ন্যায্যতা রেখে বিশ্ব মানবাধিকার প্রশাসনকে আরো ন্যায়সঙ্গত ও যৌক্তিক করে গড়ে তুলা। 

(প্রেমা/এনাম/রুবি)