‘ব্রিকস প্লাস’ ব্যবস্থার অর্থ সদস্যসংখ্যা বৃদ্ধি নয়
2022-06-22 17:03:01

জুন ২২: চায়না ইনস্টিটিউট অফ কনটেম্পরারি ইন্টারন্যাশনাল রিলেশনের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক হু শিশেং সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘ব্রিকস প্লাস’ ব্যবস্থা শুধু সদস্য সংগ্রহ নয়, বরং সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি এবং সহযোগিতার গুণগত মান বৃদ্ধির বিষয়। তিনি বলেন, ‘ব্রিকস প্লাস’ ব্যবস্থা নির্মাণ না করলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া এবং প্রাণশক্তি বজায় রাখা সম্ভব হবে না। সদস্যদের সম্প্রসারণে বিদ্যমান সদস্যদের উদ্বেগ এবং আঞ্চলিক প্রতিনিধিদের ভারসাম্য বিবেচনা করা উচিত এবং ‘ব্রিকস প্লাস’ ব্যবস্থা নির্মাণে গতিশীল ভারসাম্য, সহনশীলতা এবং উভয়ের জয়ের নীতিগুলো মেনে চলা উচিত্। সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং সহযোগিতার মান উন্নয়নের পরিপ্রেক্ষিতে ডিজিটাল অর্থনীতির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সহযোগিতা আলোচ্যসূচিতে রাখা উচিত। পাশাপাশি ব্রিকসের উৎপাদন ও সরবরাহ চেইন, ডিজিটাল প্রযুক্তির মানদণ্ড ও নিয়ম, ডিজিটাল অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদি তৈরি করা উচিত্।

লিলি/তৌহিদ/শুয়ে