গত ৪০ বছরে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির কবলে যুক্তরাষ্ট্র
2022-06-22 11:15:10

জুন ২২: উত্তর মধ্য কলোরাডো অঙ্গরাজ্যের একটি ছোট শহরে স্যাম ও তার স্ত্রী দীর্ঘকাল ধরে একটি রেঁস্তোরা চালায়। তবে সম্প্রতি তারা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে চাপে রয়েছেন। তারা জানান, মুরগির মাংস, ডিমসহ নানা পণ্যের দাম ১০০ শতাংশ বেড়েছে। ভোজ্য তেলের দাম বোতল প্রতি ২০ থেকে ৪০ ডলারের বেশি হয়েছে। 

 

মার্কিন শ্রম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মুদি কোম্পানির উধ্বর্তন এক অর্থনীতিবিদ হিসাব করে বলেন, আগের ভোগ ধরে রাখতে হলে যুক্তরাষ্ট্রের একটি পরিবারকে প্রতিমাসে অতিরিক্ত ৪৬০ মার্কিন ডলার ব্যয় করতে হবে।

(রুবি/এনাম/শিশির)