ইউক্রেনের খাদ্য রপ্তানি নিয়ে ইস্তান্বুলে বসছে চারপক্ষীয় বৈঠক
2022-06-22 11:13:39

জুন ২২: আগামী সপ্তাহে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের খাদ্য রপ্তানি করিডোর-সংক্রান্ত চারপক্ষীয় বৈঠক তুরস্করের ইস্তান্বুলে অনুষ্ঠিত হবে। তুরস্ক, রাশিয়া, ইউক্রেন ও জাতিসংঘের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। গতকাল (মঙ্গলবার) তুর্কি নিউজ টিভি এ খবর জানায়।


তুরস্কের প্রেসিডেন্ট ভবনের বেশ কয়েকজন ওয়াকিবহাল ব্যক্তির বরাতে খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈঠকে অংশ নেবেন।


চলতি সপ্তাহে তুরস্ক একটি সামরিক প্রতিনিধিদল রাশিয়ায় পাঠিয়ে দেশটির সঙ্গে করিডোরের নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। খাদ্য রপ্তানি করিডোরটি এক মাসের মধ্যে চালু হবে বলে অনুমান করা হচ্ছে। 


সবকিছু ঠিক থাকলে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে এ পথে ৩-৩.৫ কোটি টন খাদ্য রপ্তানি হবে বলে অনুমান করা হচ্ছে। 

(প্রেমা/এনাম/রুবি)