সুদানের ওপর জাতিসংঘের অবরোধ পরিবর্তনের আহ্বান চীনের
2022-06-22 10:56:27

জুন ২২: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি দলের কাউন্সিলর সিং চি সেং গতকাল (মঙ্গলবার) নিরাত্তা পরিষদে সুদানের ওপর নিষেধাজ্ঞা কমিটির সভাপতির বক্তব্যের পর পরিস্থিত অনুযায়ী সুদানের ওপর অবরোধ ব্যবস্থা সমন্বয় করার আহ্বান জানিয়েছেন।

 

সিং চি সেং বলেন, সুদানের দারফুর অঞ্চল শান্তি রক্ষা থেকে শান্তি নির্মাণের পর্যায়ে যাচ্ছে। নিরাপত্তা পরিস্থিতি মূলত স্থিতিশীল হলেও দুর্বল এবং কখনো কখনো দেখা দিচ্ছে গোষ্ঠীগত সংঘাত। সুদানের সার্বভৌম কাউন্সিলের দারফুরে স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে চীন।

 

তিনি বলেন, দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের বিশেষ দল সরিয়ে নেয়ার পর সুদান সরকার সাধারণ মানুষকে রক্ষার দায়িত্ব বহন করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত্ পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী, সুদানের ওপর অবরোধ ব্যবস্থা সমন্বয় করা এবং সুদান সরকারের সাধারণ মানুষকে রক্ষার দক্ষতা জোরদারে ভাল পরিবেশ সৃষ্টি করা।

 

(শিশির/এনাম/রুবি)