সিনচিয়াংয়ের পণ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ চীনের
2022-06-22 10:51:11

জুন ২২: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল (মঙ্গলবার) বলেছেন, এদিন মার্কিন শুল্ক ও সীমান্ত রক্ষা ব্যুরো দেশটির কংগ্রেসের কথিত সিনচিয়াং বিল অনুযায়ী চীনের সিনচিয়াংয়ে উত্পাদিত সকল পণ্যকে বাধ্যতামূলক শ্রমের পণ্য হিসেবে চিহ্নিত করে তাদের আমদানি নিষিদ্ধ করেছে।

 

যুক্তরাষ্ট্র মানবাধিকারে অজুহাতে একতরফাবাদ, সংরক্ষণবাদ ও আধিপত্যবাদ চর্চা করে আসছে। যুক্তরাষ্ট্র বাজারের নীতি ও বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে গুরুতরভাবে লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্র যা করেছে তা হল অর্থনৈতিক জবরদস্তি এবং চীন ও মার্কিন কোম্পানি এবং ভোক্তাদের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করা। বিশ্ব শিল্প চেইনের স্থিতিশীল সরবরাহ, মুদ্রাস্ফীতির প্রশমন এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের জন্য প্রতিকূল। চীন এর তীব্র বিরোধিতা করে।

 

চীনা মুখপাত্র বলেছেন, চীনের আইনে স্পষ্টভাবে জোরপূর্বক শ্রমকে নিষিদ্ধ করা হয়েছে। সিনচিয়াংয়ে নানা জাতির মানুষ কর্মের স্বাধীনতা ও সমতা উপভোগ করছেন। সেখানে কর্মের অধিকার সংরক্ষিত আছে এবং জীবনযাপনের মান দিন দিন উন্নত হচ্ছে। (শিশির/এনাম/রুবি)