সু ইয়োং খাং
2022-06-22 14:51:12

সু ইয়োং খাং ১৯৬৭ সালের ২৪ সেপ্টেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। চীনের মূল-ভূভাগের কুয়াং তোং প্রদেশের চিয়াং মেন শহরের সিন হুই এলাকা তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি হংকংয়ের গায়ক ও অভিনেতা। ১৯৮৫ সালে তিনি টিভিবি ৮ আন্তর্জাতিক চাইনিজ নিউ ট্যালেন্ট সিঙ্গিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে রানার্স-আপ হন এবং রেকর্ড কোম্পানি ক্যাপিটাল আর্টিস্টের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ১৯৮৯ সালে তিনি প্রথম একক অ্যালবাম “অনিদ্রা” প্রকাশ করেন। যদিও অ্যালবামটি খুব ভাল ফলাফল অর্জন করে, তবুও তারপর তাঁর ক্যারিয়ার আর উন্নত হয়নি। 

১৯৯৫ সালে সু ইয়োং খাং প্রথম ম্যান্ডারিন অ্যালবাম “খুব সুন্দর” প্রকাশ করার মাধ্যমে তাইওয়ান সঙ্গীত বাজারে প্রবেশ করেন। ১৯৯৮ সালে তিনি টিভিবি’র নাটকে অভিনয় করার সঙ্গে সঙ্গে নাটকের গানও গান। একই বছর তিনি প্রথম বারের মতো হংকংয়ে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। বন্ধুরা, যদিও তাঁর টিভি নাটক আমি আপনাদের দেখাতে পারি না, কিন্তু অনুষ্ঠানে তাঁর জনপ্রিয় গান শোনাতে পারি। 

 

১৯৯৯ সালে সু ইয়োং খাং “যত বেশি চুম্বন করে, তত বেশি আঘাত করে” গানটি দিয়ে হংকংয়ে বেশ কয়েকটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার জিতেন। আসলে গানটি তাঁর ১৯৯৮ সালের সেপ্টেম্বরে প্রকাশিত ‘একা একা সুখী হতে চাই না’ নামক অ্যালবাম থেকে নেয়া। গানটি এক সময়ে অনেক জনপ্রিয় ছিল। 

 

যদিও মাঝখানে সু ইয়োং খাং অন্য রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন, তবুও ২০১১ সালে সু ইয়োং খাং আবার ক্যাপিটাল আর্টিস্টের কোলে ফিরে এসেছেন। ফিরে আসার পর তাঁর প্রকাশিত প্রথম গান “সে” সে বছর এবং পরবর্তী বছরে দশ-বারটি পুরস্কার জিতে। ফলে তিনি আবার সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। এতো বেশি পুরস্কার জিতেছে, কি রকম গান সেটা? 

 

 “কাউকে ভালোবাসা কঠিন” গানটি সু ইয়োং খাং ১৯৯৯ সালের জুন মাসে প্রকাশিত একটি অ্যালবাম থেকে নেয়া। এটি অ্যালবামের প্রধান ও শিরোনাম সংগীতের পাশাপাশি হংকংয়ের একটি টিভি নাটকের থিম সং এবং একটি তাইওয়ান টিভি নাটকের শেষ গান। গানটি চীনের মূল-ভূভাগে অনেক অনেক জনপ্রিয় ছিল। 

 

 “কখনোই একা থাকতে ভালো লাগে না” এটি সু ইয়োং খাং এবং পেং চিয়া লি’র সঙ্গে যৌথভাবে গাওয়া একটি গান। গানটি পেং চিয়া লি ১৯৯৪ সালের জানুয়ারিতে প্রকাশিত অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। 

 

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের সু ইয়োং খাংয়েরর অন্য একটি গান শোনাই। গানের নাম “চমৎকার, এতো চমৎকার”।    (প্রেমা/এনাম)