যুক্তরাষ্ট্র ও তাইওয়ান কর্তৃপক্ষের বিনিময় ও সামরিক সম্পর্কের দৃঢ় বিরোধিতা করে চীন
2022-06-22 17:07:38

জুন ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন,  চীন বরাবরই যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের কর্তৃপক্ষের বিনিময় এবং সামরিক সম্পর্কের দৃঢ় বিরোধিতা করে। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতার করে চীন। ‘একচীন নীতি’ এবং ‘চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইস্তাহার’ মেনে চলা এবং ‘তাইওয়ান স্বাধীনবাদীদেরকে’ সমর্থন বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় চীন।

লিলি/তৌহিদ/শুয়ে