২০২২ সালে ব্রিকসের সমন্বয়কারীদের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
2022-06-22 17:06:45

জুন ২২: চীনের ব্রিকস জোটের সমন্বয়ক এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাও সুই গতকাল (সোমবার) ব্রিকস সমন্বয়কদের তৃতীয় বৈঠকে সভাপতিত্ব করেছেন। রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ব্রিকস সমন্বয়কারীরা বৈঠকে অংশ নেন।

মা চাও সুই ২০২২ সালে ব্রিকসভুক্ত রাষ্ট্রগুলোর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে ‘উচ্চ মানের অংশীদারিত্ব গড়ে তোলা এবং যৌথভাবে বিশ্বব্যাপী উন্নয়নের নতুন যুগ তৈরির’ থিমকে কেন্দ্র করে অর্থনীতি, বাণিজ্য, রাজনৈতিক নিরাপত্তা এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে ব্রিকস দেশগুলোর অর্জিত গুরুত্বপূর্ণ অগ্রগতি পর্যালোচনা করেছেন। তা ছাড়া, ২২ থেকে ২৪ জুন পর্যন্ত অনুষ্ঠেয় ব্রিকস বিজনেস ফোরাম, ১৪তম ব্রিকস নেতাদের সভা এবং বৈশ্বিক উন্নয়নবিষয়ক উচ্চ-স্তরের সংলাপের প্রাসঙ্গিক ব্যবস্থা তুলে ধরেন। মা চাও সুই বলেন, বর্তমানে চীনা পক্ষের সব প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে। তিনি বিশ্বাস করেন যে, সব পক্ষের যৌথ প্রচেষ্টায় নেতৃবৃন্দের বৈঠকটি সম্পূর্ণ সফল হবে এবং ব্রিকস সহযোগিতা উচ্চতর পর্যায়ে এগিয়ে যাবে।

অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা রাষ্ট্রপতি দেশ হিসেবে চীনের নেতৃত্ব ও কাজের প্রশংসা করেছে। এই বছরের বিভিন্ন ক্ষেত্রে ব্রিকস সহযোগিতার অর্জন ও অগ্রগতির সম্পূর্ণ স্বীকৃতি দেওয়া হয়েছে। সহযোগিতা জোরদার করে যৌথভাবে ব্রিকস নেতাদের বৈঠকের সাফল্য এগিয়ে নেওয়া হবে বলে তারা উল্লেখ করেছেন।

লিলি/তৌহিদ/শুয়ে