মহাকাশে ‘সিয়া-য্যি’ অর্থাত্ উত্তরায়ণ কাটাচ্ছেন চীনা নভোচারীরা
2022-06-22 17:13:55

জুন ২২: মঙ্গলবার হলো চীনের ২৪টি সৌরপদের অন্যতম ‘সিয়া-য্যি’ অর্থাত্ উত্তরায়ণ। এমন সময় চীনের শেনচৌ ৯নং মহাকাশযান মহাকাশে আছে। চীনা নভোচারী জিং হাই ভেং, লিউ ওয়াং এবং লিউ ইয়াং ‘থিয়ান কুং ১ নং’-এ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

(শুয়েই/তৌহিদ/লিলি)