মহাসমারোহে শুরু হলো ‘চীনের ভিডিও উত্সব’
2022-06-21 15:51:23

জুন ২১: আজ (মঙ্গলবার) চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম ‘চীনের ভিডিও উত্সবের’ বিশ্বব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। এ উপলক্ষে বেইজিংয়ে এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

উৎসব চলাকালে বেশ কয়েকটি পুরস্কার-বিজয়ী শিল্পকর্মসহ সিএমজি-প্রযোজিত ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি এবং রাশিয়ান-এ পাঁচটি ভাষায় ৫০টিরও বেশি চমৎকার তথ্যচিত্র এবং ফিচার ফিল্ম বিশ্বজুড়ে কয়েকশ মিডিয়া এবং প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচটি মহাদেশ থেকে শত শত মিডিয়া ব্যক্তিত্ব এবং দর্শক প্রতিনিধি, প্রাক্তন রাজনীতিবিদ, প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংস্কৃতিক সেলিব্রিটি এবং বিদেশে চীনা সাংস্কৃতিক কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তাসহ একশ’ লোক অনলাইনে অংশ নেন।

তারা এই ভিডিও উত্সবের মাধ্যমে চীনের যুগের প্রতিফলন করা শ্রেষ্ঠ ভিডিওয়ের প্রশংসা করেছেন এবং বিনিময় জোরালো ও মিডিয়া সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এসব ভিডিওয়ের স্বীকৃতি দিয়েছেন। নিজ নিজ দেশ ও অঞ্চলে এসব ভিডিও প্রদর্শনের অপেক্ষায় রয়েছেন তারা।

চীনের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী হু হ্য পিং তার ভাষণে বলেন, ‘বিশ্বজুড়ে ‘চীনের ভিডিও উত্সবের’ মাধ্যমে পারস্পরিক সমঝোতা বাড়ানো এবং বন্ধুত্ব গভীরতর করার আশা করি আমরা। বর্তমানে সারা বিশ্ব নানা অনিশ্চয়তায় পরিপূর্ণ। সভ্যতার বিনিময় অধিক থেকে অধিকতর মানব সভ্যতার উন্নতি এবং বৈশ্বিক শান্তি ও উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে ওঠেছে।’

তিনি বলেন,  সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবারের উত্সবকে কাজে লাগিয়ে অব্যাহতভাবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের সংস্কৃতি ও পর্যটনের বিনিময় ও সহযোগিতা জোরদার করবে এবং মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে নতুন অবদান রাখবে।

চায়না মিডিয়া গ্রুপের প্রধান শেন হাই সিয়োং, থাইল্যান্ডের সাবেক উপ-প্রধানমন্ত্রী, সিরিয়ার জাতীয় টেলিভিশন কেন্দ্রের প্রধানসহ আরো অনেক অতিথি তাতে ভাষণ দিয়েছেন।

চলতি বছরের শেষ পর্যন্ত এই উত্সব চলবে বলে জানা  গেছে।

লিলি/এনাম/শুয়ে