রাশিয়ার তেল রপ্তানি কমাতে মিত্রদের সাথে আলোচনা করছে যুক্তরাষ্ট্র: মার্কিন অর্থমন্ত্রী
2022-06-21 17:04:04

 জুন ২১: স্থানীয় সময় গতকাল (সোমবার) যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বলেছেন, তাঁর দেশ কানাডাসহ মিত্রদের সাথে রাশিয়ার তেল রপ্তানির দাম সীমিত করার জন্য আলোচনা করছে, যাতে রাশিয়ার জ্বালানি আয়কে আরও সীমিত করা যায়।

 

জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্র এবং কাডানাসহ বিভিন্ন দেশ রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করেছে এবং ইইউ ছয়মাসের মধ্যে সমুদ্র থেকে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি নিষিদ্ধ করতে সম্মত হয়েছে।

 

এছাড়া, ইইউ ব্রিটেনসহ জি-৭ সদস্যদের সাথে সমন্বয় করেছে। বিশ্বের যে কোন জায়গায় রাশিয়ান তেল পাঠানোর জন্য প্রয়োজনীয় বীমা পরিষেবা নিষিদ্ধ করবে তারা।

 

  (জিনিয়া/এনাম/শুয়েই)