বিভিন্ন দেশের প্রতি ‘ঘৃণাত্মক বক্তব্য’ বন্ধ করার আহ্বান জানায় চীন
2022-06-21 14:29:19

জুন ২১: গতকাল (সোমবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন সাধারণ পরিষদ আন্তর্জাতিক ঘৃণাত্মক বক্তব্য-বিরোধী দিবসে ঊর্ধ্বতন পর্যায়ের সম্মেলনে ভাষণ দেন। ভাষণে তিনি বিভিন্ন দেশের প্রতি পারস্পরিক সম্মানে অবিচল থেকে সংলাপের মাধ্যমে যৌথভাবে ঘৃণাত্মক বক্তব্য প্রতিরোধ করার আহ্বান জানান।

 

তিনি বলেন, ঘৃণাত্মক বক্তব্য মানবজাতির অভিন্ন মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে, সামাজিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলে, সহিংসতা সৃষ্টি করে, শান্তি ও নিরাপত্তা লঙ্ঘন করে, টেকসই উন্নয়নে বাধা দেয় এবং আন্তর্জাতিক সমাজের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা নষ্ট করে।

 

তিনি আরও বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য জাতিসংঘের পতাকা-তলে ঐক্য জোরদার করা মৌলিক পদ্ধতি। চীন বিভিন্ন দেশের সঙ্গে প্রকৃত বহুপক্ষবাদ অনুশীলন করা, মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন জোরদার করা এবং আরো সুন্দর বিশ্ব নির্মাণ করতে চায়।

 

(প্রেমা/তৌহিদ/রুবি)