বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং সিন লিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
ওয়াং সিন লিং, ১৯৮২ সালের ৫ সেপ্টেম্বর চীনের তাইওয়ান প্রদেশের সিনজু জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের একজন নারী কণ্ঠশিল্পী ও অভিনেত্রী।
২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়াং সিন লিং তাইওয়ানের Avex সংগীত কোম্পানির প্রথম শিল্পী হিসেবে আনুষ্ঠানিকভাবে সংগীতের জগতে পা রাখেন। তার প্রথম অ্যালবাম ‘Cyndi Begin’-এ অন্তর্ভুক্ত রয়েছে ‘সিন্ডেরেলার অশ্রু’সহ দশটি প্রেমের গান। ওয়াং সিন লিং-এর চেহারা খুব মিষ্টি, অনেকটা রাজকুমারীর মতো। অ্যালবামের থিম সং ‘সিন্ডেরেলার অশ্রু’ ওয়াং সিন লিং-এর কণ্ঠের বৈশিষ্ট্য অনুসারে রচনা করা হয়েছে। এই অ্যালবাম প্রকাশের পরই ওয়াং সিন লিংয়ের সংগীত-প্রতিভা ও সুন্দর চেহারা অনেক তরুণ-তরুণীর মন জয় করেছে।
বন্ধুরা, এখন শুনুন ওয়াং সি লিং-এর গান ‘তোমাকে ভালোবাসি’। গানের কথায় বলা হয়, পিয়ানো তোমার জন্য বাজি। এতক্ষণ হলেও রোমান্টিক মনে করছি। আমি পিয়ানো বাজানোর সময় শুনেছি তুমি গান গাইছো। যেন আমাকে কথা বলছো। তোমার সঙ্গে আমি সবসময় অনেক খুশি। আমি সবসময় তোমাকে ভালোবাসি। তোমার কাছে কি আমি একমাত্র ভালোবাসা। বেবি, প্রেমের কথা বেশি বলো, আমাকে বেশি করে দেখো, ভালোবাসা বেশি প্রকাশ করো।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন ওয়াং সিন লিং-এর গান ‘যখন তুমি’। গানের কথায় বলা হয়, যদি এক দিন, আমি আগের সময়ে ফিরে যাই, তুমি কি আমাকে ভালো মনে করবে? যদি একদিন, আমি দূরে চলে যাই, তুমি কি বুঝতে পারবে, আমি বিদায় নিয়েছি। যখন তুমি হাসো, যখন তুমি কোক খাও, আমি তোমাকে ভালোবাসতে চাই। তুমি কখনই জানো না, আমি তোমাকে এত পছন্দ করি।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন ওয়াং সিন লিং-এর গান ‘আমি ভালো থাকবো’। গানের কথায় বলা হয়, আমি ভালো থাকবো, ফুলের মতো ফুটে থাকবো। আগের স্মৃতি অনেক সুন্দর। আমি তোমার কথা ভাবছি, ভাবছি। তুমি আমার মনের গোপন কথা, আমাকে তুমি ভালোবাসো এমন কথা বলো না।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেয়ার আগে আপনাদের শোনাতে চাই ওয়াং সিন লিং-এর গাওয়া আরেকটি গান, গানের নাম ‘রংধনুর হাসি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং সিন লিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।
(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)