অনিশ্চয়তার মুখোমুখি ইউরো জোনের অর্থনীতি: লাগার্দ
2022-06-21 15:54:14

জুন ২১: ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ক্রিস্টিন লাগার্দ গতকাল (সোমবার) বলেছেন, উচ্চ শক্তি খরচ, বাণিজ্যের অবনতিশীল পরিবেশ এবং বাসিন্দাদের নিষ্পত্তিযোগ্য আয়ে উচ্চ মুদ্রাস্ফীতির বয়ে আনা নেতিবাচক প্রভাবসহ অনেক প্রতিকূল কারণে ইউরো জোনের বর্তমান অর্থনৈতিক কার্যকলাপ বৃহত্তর অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে।

একই দিন ইউরোপীয় পার্লামেন্টের শুনানিতে লাগার্দ বলেন, ইউক্রেন সংকটের কারণে ইউরোপের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ল্যান্ডস্কেপে ব্যাপক পরিবর্তন ঘটেছে এবং উচ্চ মুদ্রাস্ফীতি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিকেও প্রভাবিত করেছে।

তিনি আরো বলেন, ইউরো জোনের অর্থনীতির পুনরায় খোলার সাথে সাথে পরিষেবা শিল্পের চাহিদাও পুনরুদ্ধার হচ্ছে, তবে সরবরাহে বাধা অব্যাহত রয়েছে, বিভিন্ন শিল্পে দাম সাধারণত বৃদ্ধি পাচ্ছে এবং মুদ্রাস্ফীতির মাত্রা বাড়ছে।

লাগার্দ বলেন, বর্তমান মুদ্রাস্ফীতির পরিবেশের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক মুদ্রানীতি স্বাভাবিক করার জন্য আরও পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেবে এবং সর্বশেষ তথ্য এবং মুদ্রাস্ফীতির মধ্যমেয়াদী উন্নয়নের মূল্যায়নের ভিত্তিতে সমন্বয়ের গতি নির্ধারণ করবে।

লিলি/এনাম/শুয়ে