চীনের স্মার্ট ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদেশে ভালো বিক্রি হওয়ার রহস্য
2022-06-21 14:20:41

জুন ২১: ২০২১ সালে চীনের ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতির উত্পাদনের পরিমাণ ছিল ৩.৮ বিলিয়ন।তাদের রপ্তানি মূল্য ছিল ৯৮.৭২ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে চীনের ফ্রিজার রপ্তানি মূল্য গত ১২ বছর ধরে বৃদ্ধি পাচ্ছে। এর মাধ্যমে চীন বিশ্বের বৃহত্তম ফ্রিজার রপ্তানিকারক দেশের অন্যতমে পরিণত হয়েছে।

 

চীনের উত্পাদন শিল্পের উচ্চ মানের রূপান্তরের সঙ্গে স্মার্ট ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি ইতোমধ্যে এই খাতের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।

 

স্মার্ট ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি খাতে চীনা প্রতিষ্ঠানের সুবিধাগুলো কী কী?

 

প্রথমত, চীনের সরবরাহ চেইন এবং শিল্প চেইন টেকসই ও স্থিতিশীল অবস্থায় আছে। তা হল চীনের ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি খাতের বৃহত্তম সুবিধা। করোনা মহামারিকালে চীনের অভ্যন্তরীণ ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি বাজারের উত্পাদন এবং বিক্রির পরিমাণ প্রায় সমান ছিল, যা সরবরাহ চেইনের স্থিতিশীলতা নিশ্চিত করেছে।

 

দ্বিতীয়ত, ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতির বিশ্বায়ন দ্রুত হচ্ছে। চীনের কয়েকটি প্রধান ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রতিষ্ঠান বিশ্বায়নের প্রক্রিয়াকে দ্রুততর করছে। স্থানীয় বাজারের চাহিদা মেটানোর সঙ্গে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছে।

তৃতীয়ত, চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল করার নীতির ভালো বাস্তবায়ন। চীন সরকার প্রতিষ্ঠানের বাণিজ্যিক বিনিময় এবং তথ্যায়নের ওপর গুরুত্ব দেয়। এর সঙ্গে নতুন শিল্পের জন্য ভর্তুকি জোরদার করেছে। সামুদ্রিক পরিবহন, অর্থ সংগ্রহ এবং করসহ বিভিন্ন খাতে নীতিগত সুবিধা সুসংহত করছে, যাতে প্রতিষ্ঠানের ব্যবসার চাপ প্রশমন করা যায়।

চতুর্থত, চীনা শিল্প প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাসহ পরবর্তী প্রজন্মের বৈজ্ঞানিক উদ্ভাবনের ক্ষেত্রে ইতোমধ্যে সুবিধাজনক অবস্থায় এবং বিশ্বের শীর্ষ মানে আছে।

(শুয়েই/এনাম/জিনিয়া)