যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার আদিবাসী নারী ও মেয়েদের অধিকার লঙ্ঘনের উপর দৃষ্টি রাখার আহ্বান চীনের
2022-06-21 10:11:33

জুন ২১: জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫০তম অধিবেশন ও নারীর বিরুদ্ধে সহিংসতা-বিষয়ক বিশেষ প্রতিবেদকের সঙ্গে সংলাপে বক্তব্য রেখেছেন চীনের প্রতিনিধি। তিনি জাতিসংঘ মানবাধিকার সংস্থাকে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার আদিবাসী নারী ও মেয়েদের অধিকার লঙ্ঘনের উপর দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন।

 

চীনা প্রতিনিধি বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা-বিষয়ক বিশেষ প্রতিবেদক তার প্রতিবেদনে বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী আদিবাসী নারীরা সহিংসতার শিকার হয়েছে এবং  আদিবাসী নারী ও মেয়েদের ন্যায়বিচারের পথে বাধা দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া আদিবাসী নারী আটকের হার অনেক বেশি এবং আদিবাসীদের বিরুদ্ধে গণহত্যা করেছে কানাডা। পাশাপাশি ভারতীয় আইনে রয়েছে স্পষ্টতই যৌনতা-বিষয়ক হয়রানি। চীন এসব বিষয়ে উদ্বিগ্ন।

 

চীনা প্রতিনিধি বলেন, ইতিহাসে দেখা যায়- যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া আদিবাসীদের বিরুদ্ধে জাতিগত নির্মূল এবং সাংস্কৃতিক গণহত্যা চালিয়েছে এবং এটি দেশটির গুরুতর পদ্ধতিগত বর্ণবাদ। ওই দেশে আদিবাসী নারী ও কন্যা শিশু নিপীড়ন, বৈষম্য ও সহিংসতা চলছে। দেশটিতে ঐতিহাসিক অপরাধ এবং বাস্তব সহিংসতার তদন্ত করা হবে। অপরাধীদের জবাবদিহি করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও ক্ষতিপূরণ দিতে হবে।

(শিশির/তৌহিদ/রুবি)