যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু চুক্তির আলোচনায় ফিরে আসার তাগিদ দিয়েছে ইরান
2022-06-21 12:01:29

জুন ২১: গতকাল (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খতিবজাদেহ যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ইরানের পরমাণু-বিষয়ক সার্বিক চুক্তির আলোচনায় ফিরে আসার তাগিদ দিয়েছেন।

 

এদিন, নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ইরান এখনও কূটনৈতিক উপায়ে আলোচনা জোরদার করছে। যুক্তরাষ্ট্রের দ্বৈত মানদণ্ড থেকে স্পষ্টভাবে বোঝা যায়- দেশটি ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতি ঠিক করার কথা ঘোষণা করলেও বর্তমান মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে ব্যর্থ নীতিতেই অবিচল রয়েছে।


তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সার্বিক পরমাণু চুক্তি অনুযায়ী তার প্রতিশ্রুতি পালন করার পাশাপাশি ইরানের উপর নিষেধাজ্ঞা বাতিল করলে, চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

(প্রেমা/এনাম/রুবি)