মানবাধিকার খাতের সাফল্য তুলে ধরেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-06-21 17:18:24

জুন ২১: আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) জন্মের পর বরাবরই চীনা জনগণকে নেতৃত্ব দিয়ে মানবাধিকার অর্জন, সম্মান, নিশ্চিত এবং উন্নয়নের যুগ এবং চীনের জাতীয় পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ পথ খুঁজে পেয়েছে।

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর চীনা জনগণ আরো ব্যাপক, পূর্ণাঙ্গ এবং সার্বিক গণতান্ত্রিক অধিকার ভোগ করছে এবং চীনা জনগণের মানবাধিকার অভূতপূর্বভাবে নিশ্চিত করা হয়। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার শুরুর সাথে তুলনা করে চীনের মাথাপিছু জাতীয় আয় মাত্র কয়েক ডজন মার্কিন ডলার থেকে বেড়ে আজ প্রায় ১২ হাজার মার্কিন ডলারে উন্নীত হয়েছে, গড় আয়ু ৩৫ থেকে ৭৭.৩ বছরে বেড়েছে এবং শিশু মৃত্যুহার ২০০ শতাংশ থেকে কমে ৫.৪ শতাংশে নেমেছে।

চীন বরাবরই মানবাধিকারের সম্মান ও নিশ্চিত করাকে দেশ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে নির্ধারণ করে আসছে। অন্যদিকে, চীনের মাবাধিকার খাতে দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে বিশ্ব মানবাধিকার খাতের উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানও রাখা হয়েছে।

 

চীনা মুখপাত্র বলেন, যেন প্রেসিডেন্ট সি’র কথা বলার মতো, মানবাধিকারের নিশ্চয়তার দিকে সবচেয়ে ভালো নেই। মানবাধিকারের ইস্যুতে কোনো নিখুঁত ‘ইউটোপিয়া’ নেই, এবং মানবাধিকারের বিকাশের কোনো সর্বজনীন পথও নেই। মানবাধিকার খাত বেগবান ও সুরক্ষা করা হলো সমগ্র মানবজাতির অভিন্ন খাত। বৈশ্বিক মানবাধিকারের প্রশাসনের বিভিন্ন দেশের সম্মিলিতভাবে আলোচনা করা উচিত্, মানবাধিকারের উন্নয়নের সাফল্যকে বিভিন্ন দেশের জনগণের ভাগাভাগি করা উচিত্। চীন সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বিভিন্ন পক্ষের সঙ্গে মানবাধিকারের সংলাপ ও বিনিময় চালাতে ইচ্ছুক বলে মুখপাত্র উল্লেখ করেন।

লিলি/এনাম/শুয়ে