মার্কিন সরকারের বন্দুক হামলা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় উদ্বিগ্ন চীন
2022-06-21 18:12:59

 


 

জুন ২১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন সরকার দীর্ঘদিন ধরে বন্দুক হামলা মোকাবিলায় কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় উদ্বিগ্ন ও বিরক্ত চীন।

 

চীনা মুখপাত্র বলেন, বিশ্বের সবচেয়ে গুরুতর বন্দুক সহিংসতার দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার শিকারের রেকর্ড সংখ্যা বারবার উচ্চতায় পৌঁছেছে। শিশু এবং কিশোর-কিশোরীদের বন্দুক হামলায় মারা যাওয়ার হার অন্য ৩১টি উচ্চ-আয়ের দেশের মিলিত হারের তুলনায় ১৫ গুন বেশি। যুক্তরাষ্ট্রের বারবার মানবাধিকার ট্রাজেডির মুখে মার্কিন রাজনীতিবিদরা কেবল ভণ্ডামিপূর্ণ এবং খালি শান্ত্বনাদায়ক বক্তব্যের পুনরাবৃত্তি করেন এবং পরবর্তী শুটিংয়ের পর আবার একই বক্তব্য দেন।

 

তিনি বলেন, ‘আমরা জিজ্ঞাসা করতে চাই, যুক্তরাষ্ট্রের মানুষের মানবাধিকার কোথায়? যুক্তরাষ্ট্র সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা কি মানবাধিকার বা আধিপত্য নিয়ে আরও চিন্তা করবেন? আমরা তাদের মার্কিন জনগণের উদ্বেগের প্রতি সাড়া দেওয়ার তাগিদ দিই’।

 

জিনিয়া/এনাম/শুয়েই