ইয়ে ছিয়ানওয়েন
2022-06-21 12:00:12

স্যালি ১৯৬১ সালের ৩০ সেপ্টেম্বর চীনের তাইওয়ান প্রদেশের থাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ী চীনের কুয়াংতোং প্রদেশের চৌংশান শহরে। তিনি চীনা ভাষার পপসংগীত শিল্পী এবং চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী।

১৯৮০ সালে যখন তাঁর বয়স ১৯ বছর, তখন তিনি তাইওয়ানের একটি বিজ্ঞাপনে কাজ করে মানুষের মনে গভীর ছাপ ফেলেন। একই বছর তিনি তাইওয়ানে ‘স্বস্তির বসন্তে’ নামে চীনা ভাষার অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে গায়িকা হন। ১৯৮২ সালে তিনি তাঁর চতুর্থ অ্যালবাম ‘কথা দাও’ প্রকাশ করেন। একই বছর তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।  ১৯৮৪ সালে তিনি তাঁর ব্রত হংকংয়ে স্থানান্তর করে তাঁর প্রথম ক্যান্টোনিজ অ্যালবাম ‘ইয়ে ছিয়ানওয়েন’ প্রকাশ করেন। অ্যালবামের গান ‘রাত শূণ্যটা ১০ মিনিট’ সে বছর বার্ষিক সেরা দশ গোল্ডেন গান পুরস্কার জিতে।

 

এতক্ষণ যে গানটি আপনারা শুনেছেন, সেটা ১৯৯০ সালের ডিসেম্বর মাসে স্যালি প্রকাশিত একই নামের ক্যান্টোনিজ অ্যালবামের প্রধান গান। অ্যালবামটি প্রকাশিত হবার পর বিভিন্ন তালিকার প্রথম স্থান দখল করে। অবশ্যই অ্যালবামের বিক্রয় পরিমাণও খুব ভাল ছিল এবং এটি হংকং সঙ্গীত জগতে তাঁর অবস্থান সুসংহত করেছে।

 

যখন তাঁর বয়স ৪ বছর, তিনি পরিবারের সঙ্গে কানাডায় চলে যান। ম্যান্ডারিন ভাষা পড়তে ও লিখতে না পারার কারণে তাঁকে সবসময় পিন ইন দ্বারা ম্যান্ডারিন ও ক্যান্টোনিজ ভাষা অনুবাদ করতে হয়। হংকংয়ে ক্যারিয়ার গড়ার পর তিনি “ইয়ে ছিয়ান ওয়েন” নামক প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটিতে পরে “শূণ্যটা দশ মিনিট” গান অন্তর্ভুক্ত করা হয়। অ্যালবামের শিরোনাম সংগীত “শূণ্যটা দশ মিনিট” তাঁর ক্যান্টোনিজ ভাষার শিক্ষক তাঁর জন্য বিশেষ তৈরি গান। পাশাপাশি, এটি তাঁর বিখ্যাত গান। 

 

রাস্তায় পথচারীরা হুড়োহুড়ি করে, কেউ আমার দিকে তাকায় না। আমি শুধু কান্না করে রাস্তায় চলা অপরিচিত এক মানুষ। এখন তোমার জন্য আমি একজন অপরিচিত মানুষ। আমাকে বৃষ্টিতে হাঁটতে দেখলে তোমার মনে ব্যাথা লাগে না। আগের মনের ব্যাথা কেন সরে গেল? আমি শুধু তোমার সাথে উড়তে চাই। চিরদিন হোক না কেন,  শুধুমাত্র আমরা একবার ভালবাসি। আমি সত্যিই এমনটা মনে করি। প্রেম জীবনের মতো আবার আসবে না-এমন যৌক্তিকতা আমি বুঝি। কিন্তু সত্যের সম্মুখীন হলে, আমি কিভাবে ছেড়ে দিই। এগুলি স্যালি’র “একবার মনের ব্যাথা” নামক গানের লিরিক্স। খুব কষ্টের অনুভূতি, তাইনা?

 

‘নিজেকে বিশ্বাস করা” স্যালি ও গায়ক তু তে ওয়েই’র যৌথ গান। গানটি তু তে ওয়েই’ একক অ্যালবাম “নিজেকে আনন্দ করে ফেলা”য় অন্তর্ভুক্ত হয়। আসলে গানটি ছিল জ্যানেট জ্যাকসনের “তুমি ছাড়া কখনো ভালবাসা নয়” গানটির কাভার সংস্করণ। আমি দু’জনের গাওয়া গানটি অনেক পছন্দ করি, এখন আমি আপনাদেরও গানটি শোনাতে চাই, আশা করি, আপনারাও পছন্দ করবেন। 

 

‘আগুনের মতো জ্বলছে হৃদয়’ গানটি “একজন টেরাকোটা যোদ্ধা” চলচ্চিত্রের জন্য গেয়ে ছিলেন স্যালি। চলচ্চিত্রটি ১৯৯০ সালের এপ্রিলে হংকংয়ে মুক্তি পায় এবং ১৯৯১ সালে ফ্রান্সের প্যারিসের চলচ্চিত্র প্রদর্শনীর সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র পুরস্কার জিতে। যদিও এখন চলচ্চিত্রটি আপনাদের দেখাতে পারব না, কিন্তু এখন আমি চলচ্চিত্রের থিম সং আপনাদের শোনাতে পারি। 

 

‘প্রেম এবং রোমান্স নিয়ে উদ্বিগ্ন’ স্যালি হংকংয়ের অন্য একজন খুব বিখ্যাত গায়িকা স্যামি ছেংয়ের সঙ্গে গেয়েছিলেন। দু’জনই খুব দক্ষ গায়িকা। তাহলে বেশি কথা না বলি, গানটি শোনাই, কেমন? 

 

(প্রেমা/এনাম)