সিনচিয়াংয়ে বাধ্যতামূলক বেকারত্ব সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র
2022-06-21 18:48:39

 জুন ২১: চীনের সিনচিয়াংয়ের শিল্পকে দমন করার লক্ষ্যে একটি মার্কিন বিল আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে। এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, তথাকথিত আইনী উপায়ে সিনচিয়াংয়ে বাধ্যতামূলক বেকারত্ব সৃষ্টির যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার নিন্দা ও বিরোধিতা করছে চীন।

 

চীনা মুখপাত্র বলেন, তথাকথিত সিনচিয়াংয়ে বাধ্যতামূলক শ্রম মূলত  চীন-বিরোধী শক্তির সৃষ্টি করা একটি বড় মিথ্যা। সিচিয়াংয়ের তুলা ও অন্যান্য শিল্পগুলিকে বৃহত্ পরিসরে যান্ত্রিকীকরণ এবং সিচিয়াংয়ের সকল জাতিগোষ্ঠীর মানুষের স্বার্থ কার্যকরভাবে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিলটির উদ্দেশ্য হলো সিনচিয়াংয়ের প্রতিষ্ঠান ও ব্যক্তিদের শাস্তি দেয়া এবং চীনকে দমন করা।

 

মুখপাত্র আরো বলেন, যুক্তরাষ্ট্র তথাকথিত আইনী উপায়ে সিনচিয়াংয়ে বাধ্যতামূলক বেকারত্ব তৈরির চেষ্টা করছে এবং বিশ্বকে চীন থেকে বিচ্ছিন্নকরণের চেষ্টা করছে, যা মানবাধিকার ও নিয়মের নামে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী মর্মকে সম্পূর্ণরূপে উন্মোচিত করেছে এবং যুক্তরাষ্ট্র এ কাজে ব্যর্থ হবে।

 

জিনিয়া/এনাম/শুয়েই