বৈশ্বিক উন্নয়নে ব্রিক্স দেশগুলোর সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন
2022-06-21 14:38:17

জুন ২১: ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সুন ওয়েই তুং সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, গত ১৬ বছরের উন্নয়নের পর ব্রিক্স ব্যবস্থা ইতোমধ্যে পাঁচটি সদস্য দেশের পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা জোরদার করার গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। তা হল আন্তর্জাতিক শৃঙ্খলা উন্নয়ন, বিশ্ব পরিচালনা সুসংহতকরণ এবং যৌথ উন্নয়ন বাস্তবায়নের গুরুত্বপূর্ণ শক্তি।

 

তিনি বলেন, চীন ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে ঐক্য ও সহযোগিতা জোরদার করতে, বাস্তব আচরণ দিয়ে শান্তিপূর্ণ উন্নয়ন ত্বরান্বিত করতে, ন্যায্যতা রক্ষা করতে, আরো সার্বিক, ঘনিষ্ঠ এবং সহনশীল ব্রিক্স অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক। যাতে বিশ্বের উন্নয়নে বিক্স আরো বেশি শক্তি যোগাতে পারে, ব্যাপক উন্নয়নশীল দেশের যৌথ স্বার্থ রক্ষায় ব্রিক্সের কন্ঠ সবাইকে শোনাতে পারে।

 

সুন ওয়েই তুং বলেন, চলতি বছর চীন হল ব্রিক্সের পালাক্রমিক চেয়ারম্যান দেশ। দায়িত্ব গ্রহণ থেকে এই পর্যন্ত, চীন ব্রিক্স দেশগুলোর সঙ্গে স্থিতিশীলভাবে রাজনৈতিক নিরাপত্তা, অর্থ ও বাণিজ্য, মানবিক বিনিময়, গণস্বাস্থ্যসহ বিভিন্ন খাতের সহযোগিতা ত্বরান্বিত করেছে।

 

রাষ্ট্রদূত সুন আরো বলেন, বর্তমানে চীন ও ভারতের উচিত দৃঢ়ভাবে এশিয়া ও বিশ্বের শান্তি ও সহযোগিতা রক্ষা করা, এবং নিজ দেশের ভাগ্যকে নিজের হাতে ধরা।

 

(শুয়েই/এনাম/জিনিয়া)