সিনচিয়াংয়ের উন্নয়ন
2022-06-21 16:23:15

জুন ২১: ১৯৫৫ সালে চীনের সিনচিয়াংয়ে স্বায়ত্তশাসনের ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এরও অনেক পরে, ১৯৭৮ সালে চীনে সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়। তখন থেকে সিনচিয়াং-এর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন-প্রক্রিয়া একটি নতুন ঐতিহাসিক যুগে প্রবেশ করে।

সিনচিয়াং উন্নয়নের জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। ধীরে ধীরে সিনচিয়াংয়ের আধুনিক কৃষি-উত্পাদন ক্ষমতা তৈরি হয়েছে এবং একটি সম্পূর্ণ শিল্পব্যবস্থা গড়ে উঠেছে।

সিনচিয়াং হামি শহরের বালিকুন কাজাখ স্বায়ত্তশাসিত জেলায় গম ক্ষেতে উদ্ভিদ সুরক্ষা কার্যক্রম পরিচালনা করতে ড্রোন ব্যবহার করা হচ্ছে।

সিনচিয়াং হ্যথিয়ান শহরের চিনইয়ে গ্রামে কৃষি গ্রিনহাউস আছে।

সিনচিয়াংয়ে তৈরী বিশ্বের প্রথম ১১০০ কিলোওয়াট হাই-ভোল্টেজ কনভার্টার ট্রান্সফরমার প্রতিষ্ঠিত হয়েছে।

সিনচিয়াংয়ের প্রথম স্থানীয়ভাবে তৈরি পাতাল রেল চালু হয়েছে।

একটি দ্রুতগতির ট্রেন ধীরে ধীরে ল্যানচৌ-সিনচিয়াং রেলপথ দিয়ে লিউইউয়ান স্টেশনে প্রবেশ করছে।

সিনচিয়াংয়ে তুলা সংগ্রহের ক্ষেত্রে ব্যাপকভাবে যন্ত্রের ব্যবহার হচ্ছে। (ইয়াং/আলিম/ছাই)