‘সি চিন পিংয়ের অর্থনৈতিক চিন্তাধারা অধ্যয়নের রূপরেখা’ প্রকাশিত
2022-06-20 16:19:47

জুন ২০: ‘সি চিন পিংয়ের অর্থনৈতিক চিন্তাধারা অধ্যয়নের রূপরেখা’ সম্প্রতি পিপলস পাবলিশিং হাউসসহ দুটি প্রকাশনা সংস্থার উদ্যোগে প্রকাশিত হয়েছে। আজ থেকে সারা দেশে তা পাওয়া যাবে।

চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর কমরেড সি’র নেতৃত্বে সিপিসি’র কেন্দ্রীয় কমিটি ধারাবাহিক নতুন চিন্তাধারা ও কৌশল উত্থাপন করা হয় এবং এসব চিন্তাধারা ও কৌশলের আলোকে চীনা অর্থনীতি উন্নয়নের ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। পাশাপাশি, ঐতিহাসিক সংস্কার ঘটেছে। ফলে সি চিন পিংয়ের অর্থনৈতিক চিন্তাধারা গড়ে উঠেছে এবং এর উন্নতি হয়েছে।

সি চিন পিংয়ের আর্থিক চিন্তাধারা পূর্ণাঙ্গ এবং বিষয় বৈচিত্র্যময় ও সুগভীর; যা নতুন যুগে সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি চীনের কমিউনিস্ট পার্টির সমাজতান্ত্রিক অর্থনৈতিক উন্নয়নের পথের অবিরাম অনুসন্ধান, সমসাময়িক চীন ও একবিংশ শতাব্দীতে মার্কসবাদী রাজনৈতিক অর্থনীতির সর্বশেষ তাত্ত্বিক অর্জন এবং চীনের উচ্চ-মানের অর্থনৈতিক উন্নয়ন ও সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠনের একটি বৈজ্ঞানিক নির্দেশিকা।

লিলি/তৌহিদ/শুয়ে